Saturday, April 20, 2024
ইতিহাসফিচার নিউজ

৩০ আগষ্ট – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৩০ আগষ্ট। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ১৪৮৩ – ফ্রান্সের রাজা একাদশ লুই’য়ের মৃত্যু
  • ১৫৬৯ – মোগল সম্রাট জাহাঙ্গীরের জন্ম
  • ১৫৭৪ – গুরু রাম দাস চতুর্থ শিখ গুরুর দায়িত্ব পান
  • ১৬৫৯ – আওরঙ্গজেবের ঘাতকের হাতে দারা শিকোহ’র মৃত্যু
  • ১৭৯০ – জার্মানীর বিজ্ঞানী নিকালা কন্টে পেন্সিল আবিস্কার করেন
  • ১৮৩০ – বুলগেরিয়ার রাজপুত্র ওথো গ্রিসের রাজা নির্বাচিত হন
  • ১৮৩৫ অস্ট্রেলিয়ার মেলবোর্নকে শহর হিসেবে ঘোষণা করা হয়
  • ১৮৬০ – ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়
  • ১৯৪৫ – হংকং বৃটিশ বাহিনীর সহায়তায় জাপানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে
  • ১৯৫৬ – সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক পরীক্ষা করে
  • ১৯৫৭ – যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা করে
  • ১৯৮১ – শিক্ষক, গবেষক ও ঐতিহাসিক ড. নীহার রঞ্জন রায়-এর মৃত্যু
  • ১৯৯১ – আযারবাইজান প্রজাতন্ত্র সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে
  • ১৯৯৭ – বসনিয়ায় মুসলিম ক্রোয়েট চুক্তি স্বাক্ষর হয়
  • ২০০৬ – নোবেলজয়ী মিশরীয় সাহিত্যিক নগিব মাহফুজের মৃত্যু

Leave a Reply

error: Content is protected !!