দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ৩৯ দিন পর জম্মু-কাশ্মীর থেকে পুরোপুরি নিষেধাজ্ঞা তুলে নিলো কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞার পাশাপাশি ফোন লাইন ও মোবাইল পরিষেবাও চালু করে দেওয়া হয়েছে। কাশ্মীর সরকারের জনসংযোগ ও তথ্য অধিদফতরের সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
জনসংযোগ অধিদফতর এক বিবৃতিতে জানায়, সব এলাকা থেকেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। ল্যান্ডলাইন কাজ করছে এবং মোবাইল পরিষেবাও চালু করা হয়েছে। তবে হজরতবাল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য আবারও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।