Saturday, May 11, 2024
Latest Newsদেশফিচার নিউজ

লকডাউনে ভারতে কাজ হারিয়েছেন ৬০ লাখ উচ্চপদস্থ চাকুরিজীবী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউনে শুধু যে শ্রমিকরা কাজ হারিয়েছেন তা নয়, ৬০ লাখ উচ্চপদস্থ চাকুরিজীবী চাকরি হারিয়েছেন। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)-র সর্বশেষ রিপোর্টে এই কথা বলা হয়েছে।

শুধু মে থেকে অগস্টের তথ্য আছে এর মধ্যে। মার্চের শেষের দিকে করোনার জেরে ভারতে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিএমইআই জানিয়েছে ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, অ্যাকাউন্টেন্ট পেশাদাররাও এই লকডাউনে চাকরি হারিয়েছেন।

সংস্থা জানিয়েছে জানুয়ারি-এপ্রিল ২০১৬-তে দেশে উচ্চপদস্থ চাকুরিজীবীর সংখ্যা ছিল ১.২৫ কোটি। সেটা মে-আগস্ট ২০১৯ সালে গিয়ে হয়েছিল ১.৮৮ কোটি। সেপ্টেম্বর-ডিসেম্বর ২০১৯ এ এই সংখ্যাটি ছিল ১.৮৭ কোটি। এরপর জানুয়ারি-এপ্রিল মাসে এই পরিসংখ্যান কমে হয় ১.৮১ কোটি।

 

Leave a Reply

error: Content is protected !!