দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লির গণহত্যাকাণ্ডে তদন্তকারী দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানালেন বিরোধীরা। বিরোধীদের দাবি, দিল্লি পুলিশের তদন্ত দেখে মনে হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মার্চে যে হিংসার পিছনে ষড়যন্ত্রের কথা বলেছিলেন, গোটা তদন্ত পরিকল্পিত ভাবে সেই লক্ষ্যেই পৌঁছনোর চেষ্টা করছে। কংগ্রেস, সিপিএম, সিপিআই, ডিএমকে, আরজেডি-র নেতারা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সংসদে দেখা করে তাঁকে একটি স্মারকলিপি দিয়েছেন।
আজ কংগ্রেসের আহমেদ প্যাটেল, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআই-এর ডি রাজা, ডিএমকে-র কানিমোঝি, আরজেডি-র মনোজ ঝা রাষ্ট্রপতির কাছে দাবি করেন, কোনও কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিশন গঠন করে দিল্লি পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হোক। উল্লেখ্য, দিল্লির গণহত্যাকাণ্ডে ৫৩ জনের মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের খোঁজেই দিল্লি পুলিশের এসআইটি গঠন হয়েছে। কিন্তু দিল্লি পুলিশের চার্জশিটে মূলত সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভকারীদের নামই উঠে আসছে।