Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

৯০০ কোটি টাকা ৯–৬! মোদীর মন্ত্রীকে নোটিশ রাজস্থান হাইকোর্টের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বহু কোটি টাকার সঞ্জীবনী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতকে নোটিশ পাঠাল রাজস্থান হাইকোর্ট। সঞ্জীবনী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির বিরুদ্ধে ৯০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ তুলে রাজস্থান হাইকোর্টে আমানতকারীদের তরফে মামলা করেছে সঞ্জীবনী পীড়িত সঙ্ঘ।

অভিযোগ, সঞ্জীবনী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটিতে বহু মানুষ টাকা জমা রেখেছিলেন। কিন্তু সংস্থাটি আমানতকারীদের টাকা ফেরত দেয়নি। সোসাইটির চেয়ারম্যান বিক্রম সিংহ, গজেন্দ্র-সহ আরও কয়েকজন মিলে আমানতকারীদের প্রতারিত করেছেন এবং ভুয়ো কাগজপত্র দেখিয়ে তাঁদের কাছে প্রকৃত তথ্য গোপন করেছেন। লোকসভা নির্বাচনে জয়পুর থেকে জয়ী হওয়ার আগে পর্যন্ত ওই সোসাইটির অন্যতম অংশীদার ছিলেন গজেন্দ্র।

সঞ্জীবনী পীড়িত সঙ্ঘের অভিযোগ, সোসাইটির একটা বড় অংশের অর্থ গজেন্দ্র ও তাঁর স্ত্রীর মালিকানাধীন সংস্থায় সরিয়ে ফেলা হয়েছে। এই বক্তব্য শোনার পর রাজস্থান হাইকোর্টের জোধপুর বেঞ্চ গজেন্দ্র, তাঁর স্ত্রী নৌনন্দ কউরের বিরুদ্ধেও নোটিশ জারি করেছে। সঞ্জীবনী পীড়িত সঙ্ঘ আদালতে আবেদন জানিয়েছে, সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), এসএফআইও-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে এই আর্থিক দুর্নীতির তদন্তের নির্দেশ দিক আদালত।

Leave a Reply

error: Content is protected !!