Sunday, December 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

আচ্ছেদিন, মোদী জমানায় মাথাপিছু আয়- এ ভারতকে টপকে গেল বাংলাদেশ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী জমানায় বাংলাদেশও টপকে গেল ভারতকে। বাংলাদেশিদের মাথাপিছু আয় এখন ভারতীয়দের থেকে বেশি। একটি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০–২১ আর্থিক বছরে বাংলাদেশিদের মাথাপিছু আয় ২,২২৭ মার্কিন ডলার। যা গতবারের তুলনায় ৯ শতাংশ বেড়েছে।

গত আর্থিক বছরে বাংলাদেশিদের মাথাপিছু আয় ছিল ২,০৬৪ মার্কিন ডলার। সেখানে ২০২০–২১ আর্থিক বছরে ভারতীয়দের মাথাপিছু আয় ১,৯৪৭.‌৪১৭ মার্কিন ডলার। লকডাউনের জেরে অর্থনীতি ভেঙে পড়াতেই মাথাপিছু আয় কমেছে বলে সমীক্ষায় বলা হয়েছে। কিন্তু একইদিকে বাংলাদেশেও করোনার প্রাদুর্ভাবে অর্থনীতিতে ছাপ ফেলেছিল। কিন্তু সে দেশের মাথাপিছু আয় কিন্তু বেড়েছে।

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ বিশ্বের অন্যতম গরিব দেশ হিসেবে গণ্য হয়ে আসছে। কিন্তু সেই গরিব দেশের নাগরিকদের মাথাপিছু আয়ই এবার পিছনে ফেলল ভারতীয়দের। গত পাঁচ দশক ধরে দারিদ্র ও পরিকাঠামো উন্নয়নের সঙ্গে লড়াই করে চলেছে বাংলাদেশ। পরিস্থিতি যে ধীরে ধীরে বদলাচ্ছে তা এই পরিসংখ্যানই প্রমাণ করছে।

বাংলাদেশের ক্যাবিনেট সচিব খান্দেকর আনওয়ারুল ইসলাম বলেছেন, ‘‌আমাদের মাথাপিছু আয় বেড়েছে। এটা একটা ভাল দিক।’‌ আর মুখে আচ্ছে দিন বলা নরেন্দ্র মোদীর ভারত পিছিয়েই চলেছে।

Leave a Reply

error: Content is protected !!