Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

চোরের মায়ের বড় গলা! রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে ১০৯ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে খবরের শিরোনাম দখল করেই থাকেন জগদীপ ধনকর। বিতর্কিত এই রাজ্যপালের আচরণে চরম ক্ষুব্ধ শাসক শিবির থেকে বিরোধীরা। তাঁর বিরুদ্ধে রাজ্যে বার বার অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে। এমনকি বিজেপির হয়ে কাজ করার অভিযোগও একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

এবার কয়েকশো কোটি টাকার দুর্নীতিতে অভিযোগ উঠল পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনকরের বিরুদ্ধে। শিবসেনার মুখপত্র সামনার দাবি, ইন্ডিয়ান মিউজিয়ামের জন্য ১০৯ কোটি টাকা বর্রদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। সেই টাকা শেষ হয়ে গেলেও মিউজিয়ামের কোনও কাজ হয়নি। তবে কোন খাতে সে টাকা ব্যবহার হল সে উত্তর দিতে পারছেন না মিউজিয়ামের কর্তারা। অডিট রিপোর্টে বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে।

 

অভিযোগ, তারপরও রাজ্যপাল ধনকর, যিনি মিউজিয়ামেথ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও বিষয়টি নিয়ে কোনও তদন্তের নির্দেশ দেননি। গোটা ঘটনাটাই তিনি বেমালুম চেপে যেতে বলেছেন। সামনায় আরও দাবি করা হয়েছে, রাজ্যপাল নিজে এই আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত আছেন বলেই তদন্ত না করে তিনি অন্যান্য দোষীদেরও আড়াল করার চেষ্টা করছেন। শিবসেনা ধনকরের পদত্যাগ দাবি করেছে।

 

Leave a Reply

error: Content is protected !!