Sunday, April 21, 2024
দেশফিচার নিউজ

আরএসএসকে নিষিদ্ধ করা উচিত! দাবি জানাল শিখদের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) নিষিদ্ধ করার দাবি জানাল শিখদের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা অকাল তখত। শিখদের দাবি, আরএসএসকে প্রকাশ্যে কাজ করতে দেওয়ার অর্থ জাতিকে বিভক্ত করা। অকাল তখত প্রধান জ্ঞানী হরপ্রীত সিং মন্তব্য করেছেন, ‛আমি মনে করি, ওই সংগঠনটি দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির লক্ষ্যে কাজ করে চলেছে। তাই আমরা মনে করি আরএসএসকে নিষিদ্ধ করা উচিত।’

‛কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি মূলত আরএসএসের মতাদর্শকেই মেনে চলে। বিজেপির সঙ্গে আরএসএসের ঘনিষ্ঠ সম্পর্কও আছে’ – সাংবাদিকদের এহেন প্রশ্নের জবাবে হরপ্রীত সিং বলেন, ‛সেক্ষেত্রে বলতে হবে, বিজেপিও দেশের স্বার্থে কাজ করছে না। দেশকে ধ্বংস করাই তাদের লক্ষ্য।’ এই প্রথম কোনও শিখ ধর্মীয় গুরু আরএসএস-এর বিরুদ্ধে কথা বলছেন তা নয়। এর আগেও শিখদের একাধিক ধর্মগুরু আরএসএসের সমালোচনা করেছেন।

Leave a Reply

error: Content is protected !!