Sunday, April 14, 2024
দেশফিচার নিউজ

ভারতে সব ভাল আছে, শুধু লোকের কাজ নেই, গণপিটুনি চলছে – মোদীকে খোঁচা চিদম্বরমের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আমেরিকার হিউস্টনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বলেছিলেন, ভারতের সব ভাল আছে! মোদীর মন্তব্যের ১২ ঘন্টা কাটতে না কাটতে জেলে বসেই তাঁকে তীব্র খোঁচা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে তিনি বলেন, ‛ভারতে সব ভাল আছে। শুধু কর্মসংস্থানের সুযোগ নেই, মানুষ কাজ হারাচ্ছে, মজুরি কম, গণপিটুনির ঘটনা ঘটে চলেছে।’

আরও পড়ুন : ‘ভারতে সব খুব ভালো আছে’ – আমেরিকায় বললেন মোদী

চিদম্বরম আরও বলেন, ‛কাশ্মীর স্তব্ধ হয়ে রয়েছে এবং বিরোধী নেতাদের জেলে বন্দী করে রাখা হয়েছে।’ পর্যবেক্ষকদের মতে, চিদম্বরম আসলে বোঝাতে চাইছেন মোদী অর্থনৈতিক ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছেন বলেই নানারকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে গোটা দেশের মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন। তবে বিজেপি ছেড়ে কথা বলেনি। দলের এক মুখপাত্রের কথায়, চোরের মায়ের বড় গলা। ভারতের অর্থনৈতিক মন্দা পরিস্থিতি নেই।

Leave a Reply

error: Content is protected !!