Friday, November 22, 2024
রাজ্য

‛স্বপ্নরাগ’-এর আয়োজনে দুই বাংলার ‛শব্দসেতু বন্ধন উৎসব’-এ কাব্যগ্রন্থ ‛অনুভূতির কথায়’ প্রকাশ

ছবি : নিজস্ব

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : ‛স্বপ্নরাগ’ সাহিত্য পরিবারের আয়োজনে ৩১ আগস্ট কলকাতার ব‌উবাজারে, বহুবাজার থানা লাগোয়া বৌদ্ধ ধর্মঙ্কুর সভাকক্ষে অনুষ্ঠিত হল দুই বাংলার সাহিত্য সংগঠনদের নিয়ে ‛শব্দসেতু বন্ধন উৎসব’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার বি এম জামাল হুসেন। অতিথি ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের পঞ্চম পুরুষ জয়দীপ চট্টোপাধ্যায়, বৌধ ধর্মাঙ্কুর সভার সভাপতি হেমেন্দু বিকাশ চৌধুরী, অঞ্জল চট্টোপাধ্যায় প্রমুখ।

প্রকাশিত হয় দুই বাংলার কবিদের পত্রিকা ‛সাহিত্যবন্ধন’, সুজাতা দাসের গল্পগ্রন্থ ‛অরুন্ধতী’। হামিম হোসেন মণ্ডল-এর সম্পাদনায় এপার বাংলার ত্রিশজন কবির কবিতা সম্বলিত কাব্যগ্রন্থ ‛অনুভূতির কথায়’-এর মোড়ক উন্মোচন করেন বিশ্বভারতীর অধ্যাপক অভ্র বসু। প্রচার ছবি করেন স্বপ্নরাগের সম্পাদিকা ও কর্তৃ টিভি সঞ্চালিকা কৃষ্ণা গুহ রায়। এই নামে তিনি একটি পত্রিকাও প্রকাশ করতে চলছেন চলতি মাসেই। সভাপতিত্ব করেন কেন্দ্রের প্রাক্তন শ্রম অধিকর্তা শ্রীকুমার রায়। সঞ্চালনা করেন টিভি সঞ্চালিকা পর্না গুপ্ত।

Leave a Reply

error: Content is protected !!