দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কোভিড সংকট নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখানোয় দিল্লিতে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে ৷ এই ঘটনায় কেন্দ্রকে একহাত নিল কংগ্রেস ৷ বিভিন্ন নেতার পাশাপাশি সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও ৷ তিনি টুইটে হুংকার দিয়ে লিখেছেন, “আমাকেও গ্রেফতার করুন ৷”
রবিবারের টুইটে হিন্দি ও ইংরেজি দুটো ভাষাতেই রাহুল লেখেন, “আমাকেও গ্রেফতার করুন ৷” কেন্দ্রের বিরুদ্ধে যে পোস্টারের জন্য অনেককে গ্রেফতার করা হয়েছে, সেরকম একটি পোস্টারের কথাগুলি কালো ব্যাকগ্রাউন্ডের উপর লিখে পোস্ট করেছেন রাগা ৷ তাতে লেখা আছে, “মোদী জি, কেন আপনি আমাদের শিশুদের জন্য তৈরি টিকা বিদেশে পাঠিয়েছেন ?”
Arrest me too.
मुझे भी गिरफ़्तार करो। pic.twitter.com/eZWp2NYysZ
— Rahul Gandhi (@RahulGandhi) May 16, 2021
কোভিড সংকটের জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে গত কয়েকদিনে রাজধানীতে বিক্ষোভ দেখিয়েছেন বহু মানুষ ৷ সেই কারণে গ্রেফতার করা হয়েছে অন্তত ১৭ জনকে ৷ তাঁদের বিরুদ্ধে প্রায় ২১টি ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ ৷
Am shocked &stunned. May vehemently disagree bt under what authority, what law, wht power can U arrest those who put up posters eg auto driver, printer, daily wager etc. This, like UP arrest of person who complained on losing his father, smacks of a lawless state gone amuck!
— Abhishek Singhvi (@DrAMSinghvi) May 16, 2021
রাহুল গান্ধির পাশাপাশি এই ঘটনার সরব হয়েছেন অভিষেক মনু সিংভি, জয়রাম রমেশ, পি চিদম্বরমের মতে শীর্ষ কংগ্রেস নেতারাও ৷
Celebrate, India is a free country. There is freedom of speech
Except, when you ask a question of the Honourable Prime Minister
That is why the Delhi Police arrested 24 persons for allegedly pasting a poster in Delhi
— P. Chidambaram (@PChidambaram_IN) May 16, 2021