Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

আমাকেও গ্রেফতার করুন, মোদী বিরোধী সমালোচনায় দিল্লিতে ধরপাকড়ে তোপ রাহুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কোভিড সংকট নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখানোয় দিল্লিতে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে ৷ এই ঘটনায় কেন্দ্রকে একহাত নিল কংগ্রেস ৷ বিভিন্ন নেতার পাশাপাশি সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও ৷ তিনি টুইটে হুংকার দিয়ে লিখেছেন, “আমাকেও গ্রেফতার করুন ৷”

রবিবারের টুইটে হিন্দি ও ইংরেজি দুটো ভাষাতেই রাহুল লেখেন, “আমাকেও গ্রেফতার করুন ৷” কেন্দ্রের বিরুদ্ধে যে পোস্টারের জন্য অনেককে গ্রেফতার করা হয়েছে, সেরকম একটি পোস্টারের কথাগুলি কালো ব্যাকগ্রাউন্ডের উপর লিখে পোস্ট করেছেন রাগা ৷ তাতে লেখা আছে, “মোদী জি, কেন আপনি আমাদের শিশুদের জন্য তৈরি টিকা বিদেশে পাঠিয়েছেন ?”

কোভিড সংকটের জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে গত কয়েকদিনে রাজধানীতে বিক্ষোভ দেখিয়েছেন বহু মানুষ ৷ সেই কারণে গ্রেফতার করা হয়েছে অন্তত ১৭ জনকে ৷ তাঁদের বিরুদ্ধে প্রায় ২১টি ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ ৷

রাহুল গান্ধির পাশাপাশি এই ঘটনার সরব হয়েছেন অভিষেক মনু সিংভি, জয়রাম রমেশ, পি চিদম্বরমের মতে শীর্ষ কংগ্রেস নেতারাও ৷

 

Leave a Reply

error: Content is protected !!