Tuesday, October 8, 2024
Latest Newsদেশ

এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশ, বাদ ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্ৰকাশ পেল জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা। সকাল ১০টায় প্রকাশিত হওয়া এনআরসির চুড়ান্ত তালিকা থেকে বাদ পড়ল ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জনের নাম।

এই তালিকায় অন্তৰ্ভুক্ত হয়েছেন ৩ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৪ মানুষ। বাদ পড়েছেন ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন। যাঁদের নাম বাদ গিয়েছে এখনই তাঁদের বিদেশি হিসেবে গণ্য করা হবে না। যাদের নাম নেই নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকায় তাঁরা ফরেনার্স ট্রাইবুনালে আবেদন করতে পারবেন।

আজ সকাল থেকেই উত্তেজনা ছিল চরমে। সরকারি ওয়েবসাইট লগইন করার হিড়িক পড়ে যায়। ফলে বেশ কিছু সময়ের জন্য সার্ভার ডাউন হয়ে যায়। অনলাইনে নিজেদের নামের তালিকা দেখতে অগণিত মানুষকে ভিড় জমাতে দেখা যায় সরকার পরিচালিত সেবাকেন্দ্রগুলির বাইরে।

Leave a Reply

error: Content is protected !!