Friday, April 19, 2024
খেলা

জ্যামাইকা টেস্ট : ক্যারিবিয়ান বোলারদের বোলিং তোপ, বিপদ কাটিয়ে লড়াকু সংগ্রহের পথে ভারত

ছবি : ট্যুইটার

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : বিদেশে নতুন বলে ব্যাটিং অস্বস্তি নতুন কিছু নয়। তবে আগে যেমন হুড়মুড়িয়ে ব্যাটিং অর্ডার ভেঙে পড়তো, এখন কিন্তু তেমন হচ্ছে না। জ্যামাইকা টেস্টেও ওয়েস্ট ইন্ডিজের পেসারদের শুরুর তোপ সামলে ঠিকই লড়াকু একটা সংগ্রহ গড়ার পথে রয়েছে বিরাট কোহলির দল।

টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত টেস্টের প্রথম দিন শেষ করেছে ৫ উইকেটে ২৬৪ রান নিয়ে। হাফসেঞ্চুরি পেয়েছেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল (৫৫) আর অধিনায়ক বিরাট কোহলি (৭৬)।

অথচ শুরুটা একদমই ভালো ছিল না ভারতের। ৪৬ রানের মধ্যে তারা হারিয়ে বসে লোকেশ রাহুল (১৩) আর চেতেশ্বর পূজারাকে (৬)। তবে তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটিতে বিপদ সামলে উঠেন আগারওয়াল আর কোহলি।

আগারওয়েলকে ফিরিয়ে এই জুটিটি ভাঙেন জেসন হোল্ডার। চতুর্থ উইকেটে ৪৯ আর পঞ্চম উইকেটে ৩৮ রানের দুটি জুটি গড়েন কোহলি। রাহানে ২৪ করে আউট হন। কোহলি আউট হন ৭৬ রানের মাথায়, হোল্ডারের বলে।

এরপর ষষ্ঠ উইকেটে আরেকটি জুটি গড়েছেন রিশাভ পান্ত আর হানুমা বিহারি। ৬২ রানে অবিচ্ছিন্ন আছেন তারা। বিহারি ৪২ আর পান্ত ২৭ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩৯ রানে ৩টি উইকেট নিয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার।

 

Leave a Reply

error: Content is protected !!