Friday, March 29, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

রাতে কাঁথিতে উত্তরপ্রদেশের ৩০ জন গুণ্ডা অস্ত্র সহ আটক, গুরুতর অভিযোগ মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আগামী কাল অর্থাৎ শনিবার থেকেই রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হচ্ছে। অন্যতম ‘‌ব্যাটলফিল্ড’‌ নন্দীগ্রামে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ। তার আগে শুক্রবার বিজেপির বিরুদ্ধে বহিরাগত গুণ্ডা ঢোকানোর গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। আর তা নিয়ে ‘‌মীরজাফর’–দের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি।

প্রথম দফায় ‘‌অধিকারী গড়’ পূর্ব মেদিনীপুরে ভোট রয়েছে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সভা থেকে মমতা ব্যানার্জির অভিযোগ, ‘‌রাত ১১টা নাগাদ কাঁথি বাসস্ট্যান্ড থেকে উত্তরপ্রদেশের ৩০ জন গুণ্ডাকে অস্ত্র সমেত পাকড়াও করা হয়েছে। আমাদের কাছে সব খবর আছে।’‌ নাম না করে শুভেন্দু সহ অন্যান্য দলত্যাগীদের কটাক্ষ করে তিনি বলেন, ‘‌আপনারা বুঝতেই পারছেন, কী ভয়ঙ্কর ষড়যন্ত্রে সামিল হয়েছে এই মীরজাফরেরা!‌ ‌এদের জবাব দিন।’‌

ইদানিং প্রায় প্রতিটি জনসভা থেকেই বিজেপির বিরুদ্ধে ‘‌ভোটে কারচুপি’‌র অভিযোগ তুলছে তৃণমূল নেতৃত্ব। সভায় গিয়ে নিয়ম করে ইভিএম নিয়ে বুথ কর্মীদের সচেতন করছেন তিনি। প্রকাশ্যে জানিয়ে দিচ্ছেন, ‘‌বিরোধীরা খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিতে পারে। সে ব্যাপারে সচেতন থাকতে হবে।’‌ মাঝে পূর্ব মেদিনীপুরের সভা থেকেও তৃণমূল নেত্রী বলেন, ‘বাসে ট্রেনে উত্তরপ্রদেশ থেকে গুণ্ডা নিয়ে আসছে বিজেপি।’‌ ঠিক তার পরেই মমতার অভিযোগ, উত্তরপ্রদেশের ৩০ জন গুণ্ডাকে ‌অস্ত্র সহ আটক করা হয়েছে।
‘‌দিদি’‌ জানান, আগামী ১ এপ্রিল পর্যন্ত নন্দীগ্রামেই থাকবেন তিনি। তাঁর কথায়, ‘‌ভোট করে তবে বাড়ি যাব। বহিরাগতদের ঢুকতে দেব না। কেউ গুণ্ডামি করলে ছেড়ে দেবেন না। মায়েরা হাতা খুন্তি নিয়ে তাড়া করবেন।’‌ পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে মমতা বলেন, ‘‌নির্বাচনের পর আগামী এক মাস ইভিএম মেশিনে পাহাড়া দিতে হবে। যেখানে ভোট গণনা হবে, সেখানের কড়া নজর রাখতে হবে।’

Leave a Reply

error: Content is protected !!