Tuesday, September 17, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘ক্রিকেটে যেমন সকলে দুর্নীতিগ্রস্ত নয়, তেমন বলিউডেও সকলে মাদকাসক্ত নয়’: বাবুল সুপ্রিয়

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বলিউডের মাদক যোগ নিয়ে এবার সরব হলেন এক সময় বলিউডের জনপ্রিয় গায়ক তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এক টুইট বার্তায় বাবুল বলেন, ‘ক্রিকেটে যেমন সকলে দুর্নীতিগ্রস্ত নয়, তেমন বলিউডেও সকলে মাদকাসক্ত নয়। এভাবে গোটা বলিউডের দুর্নাম করা অনুচিত।’

বাবুল সুপ্রিয় লেখেন, এখন বলিউডের ড্রাগ অ্যাঙ্গেল নিয়ে যেরকম চর্চা হচ্ছে, তা মনে করিয়ে দিচ্ছে একসময়ে ক্রিকেট-বেটিং কেলেঙ্কারি নিয়ে শোরগোলের কথা। সেই সময়ও ক্রিকেটের সকলে এতে জড়িত ছিলেন না। সকলে দুর্নীতিগ্রস্ত ছিলেন না। তখনও ক্রিকেটের জয় হয়েছিল। তেমনই বলিউড ও শিল্প স্বমহিমায় থাকবে, কারণ সকলে খারাপ নন।

বিজেপি সাংসদ রবি কিষণের সুরে সুর না মিলিয়ে বাবুল বলেন, বলিউডের সকলে মোটেই ড্রাগ নেন না। বরং বেশির ভাগ তারকাই ভীষণ শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেন। তাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, ভাল খাদ্যাভ্যাস মেনে চলেন। অসম্ভব পরিশ্রম করেন সাফল্যের জন্য।

 

Leave a Reply

error: Content is protected !!