দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সম্প্রতি হুগলির ধনেখালির এক জন সভায় যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ‘করোনা চলে গেছে, বিজেপিকে আটকাতে তৃণমূল সরকার লকডাউন করছে। যাতে আমরা মিটিং, মিছিল না করতে পারি। দিলীপ ঘোষের সেই মন্তব্য নিয়ে সমালোচনা কম হয়নি। আর দিলীপের সেই মন্তব্যের পরপরেই বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার করোনায় আক্রান্ত হলেন। সংসদ অধিবেশন শুরুর আগে নিয়ম মেনে সাংসদদের করোনা টেস্ট হচ্ছে। সেই অনুযায়ী দিল্লিতেই সুকান্ত বাবু করোনা পরীক্ষা করিয়েছিলেন। রবিবার তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি জানিয়েছেন, দিল্লির সরকারি বাসভবনেই তিনি ১০ দিনের আইসোলেশনে থাকবেন।
নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর এদিন একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে জানিয়েছেন তিনি। সুকান্ত বাবু জানিয়েছেন, বিগত কয়েক দিনের মধ্যে যার তাঁর সংস্পর্শে এসেছিলেন, অনুগ্রহ করে তাঁরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।