Monday, October 7, 2024
দেশফিচার নিউজ

কাল ব্যাঙ্ক ধর্মঘট! ভোগান্তি থেকে বাঁচতে আজই মিটিয়ে ফেলুন দরকারি কাজ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে এই তিন সংগঠন মিলে একযোগে ধর্মঘটের ডাক দিয়েছে।

দীপাবলির আগে সপ্তাহের দ্বিতীয় কাজের দিনেই ধর্মঘটের ফলে গ্রাহকরা বড়সড় সমস্যার মুখে পড়বেন বলে আশঙ্কা। ধর্মঘটের জেরে পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে খুব বেশি প্রভাব পড়বে না দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক এসবিআই-এর ক্ষেত্রে। কারণ, যে তিনটি সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছে তার মধ্যে খুব কম সদস্যই এসবিআইয়ের কর্মী।

সম্প্রতি অর্থমন্ত্রক ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাং‌ঙ্ককে সংযুক্তিকরণের মাধ্যমে ৪টি ব্যাঙ্কে নিয়ে আসার ঘোষণা করেছেন। সেটা হয়ে গেলে আলাদা ভাবে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক আর থাকছে না। শুধু সংযুক্তিকরণের প্রতিবাদই নয়, অনাদায়ী ঋণ আদায়, ব্যাংকিং পরিকাঠামোর পুনর্বিন্যাসের বিভিন্ন ইস্যুতেও এই ধর্মঘটের ডাক।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!