দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নরেন্দ্র মোদীর পর অমিত শাহ-র সঙ্গেও বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর মতোই অমিত শাহকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। অমিত শাহ-র সঙ্গে বৈঠক শেষে মমতা বলেন, বাংলায় জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির প্রয়োজন নেই।
মোদীর সঙ্গে বৈঠকের পর করা মন্তব্য থেকে সরে এসে মমতা এদিন বলেন, ‘অসমে নাগরিকপঞ্জিতে ১৯ লাখ মানুষের নাম বাদ গেছে। তাঁদের মধ্যে বাঙালি, হিন্দিভাষী, গোর্খারাও আছে। তাঁদের ফের সুযোগ দেওয়া উচিত। আমি মনে করি যারা ভারতীয় তাঁদের নতুন করে পরাধীন হওয়ার কোনও কারণ নেই।’
তিনি আরও বলেন, ‘এনআরসি নিয়ে আলোচনা হয়েছে। বাংলায় এনআরসি নিয়ে অমিত শাহ কিছু বলেননি। বাংলায় এনআরসির প্রয়োজন নেই। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও বলেছেন এনআরসির প্রয়োজন নেই। অমিত শাহ অসমের এনআরসির বিষয়টি দেখবেন বলেছেন।’