Saturday, July 27, 2024
ফিচার নিউজরাজ্য

নেই পৈতৃক জমির কাগজ, ময়নাগুড়িতে এনআরসি আতঙ্কে আত্মঘাতী যুবক

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসি আতঙ্কে আত্মঘাতী হলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানা এলাকার এক যুবক। শুক্রবার সকালে ময়নাগুড়ি থানার বড়কামাত এলাকায় একটি রেল ক্রসিং-এর গেটে গলায় গামছা জড়িয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায় ওই যুবককে। মৃত যুবকের নাম অন্নদা রায়। তিনি ওই এলাকারই বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্নদার দাদা দক্ষদা রায়ের অভিযোগ, অসমে এনআরসি হওয়ার পর থেকেই তাঁর ভাইয়ের মনে আতঙ্ক গ্রাস করেছিল। তিনি ভাবতেন পৈতৃক জমির কাগজ না থাকায় এনআরসি হলে ভিটেমাটি সব চলে যাবে। এই আতঙ্কেই আত্মহত্যা করেছেন অন্নদা।

শুধু মুখে দাবি করেই ক্ষান্ত হননি দাদা দক্ষদা। এই মর্মে পুলিশের কাছে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদী জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত মৃতের কাছ থেকে কিংবা বাড়ির কোথাও থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। সত্যিই এনআরসি নাকি অন্য কোনও কারণ, তা নিয়ে তদন্ত করছেন তাঁরা। স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!