দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লোকসভা ভোটের আগে হনুমান সেজে বিজেপির হয়ে প্রচার করা রানাঘাটের সেই বিজেপি কর্মী আত্মহত্যা করেছেন। সিপিএমের দাবি, এনআরসি নিয়ে ভীতির জেরেই আত্মঘাতী হয়েছেন বিজেপির সমর্থক ও সক্রিয় কর্মী নিবাস সরকার। রাজ্যে এনআরসি আতঙ্কে আত্মঘাতীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এইবার সেই তালিকায় বিজেপি কর্মী নিবাসের নাম জড়িয়ে যাওয়ায়, স্তম্ভিত করে দিয়েছে বহু মানুষকে।
উল্লেখ্য, লোকসভা ভোটের আগে বিজেপি-র হয়ে প্রচার করার সময়ে গাড়ির বনেটে হনুমান সেজে বসে ছিলেন তিনি। সে ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এনআরসি আতঙ্কে সেই সুপরিচিত বিজেপি কর্মীর মৃত্যুতে ট্যুইট করে বিজেপিকে খোঁচা দিয়েছেন সিপিএমের পলিটবুরো সদস্য মহম্মদ সেলিম। এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন ওই বিজেপি কর্মী, ট্যুইট করে তেমনই দাবি করেছেন সেলিম। যদিও নিবাসের পরিবার তা অস্বীকার করেছে।
Remember this?
It was one of the most popular pictures during 2019 Lok Sabha elections in Bengal. The man dressed as Hanuman campaigned for victory of BJP MP Jagannath Sarkar in Ranaghat.
He’s among 20 people who have committed suicide due to fear of NRC in Bengal. pic.twitter.com/EQ5OTHoxXt
— Md Salim (@salimdotcomrade) October 4, 2019