দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মেহেবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি। তিনি বলেছেন, মানুষকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, তাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করারও অধিকার নেই। আসলে সরকার কাশ্মীরকে শক্তিহীন করতে চায়। কত ছোট ছোটো বাচ্চাকে আটক করে নির্যাতন করা হয়েছে। ওরা চায় না যে এই সমস্ত বিষয় প্রকাশ্যে আসুক। এখন তো এখানে সম্পূর্ণ অন্ধকার দেখাচ্ছে।
কাশ্মীরের অবরুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইলতিজা বলেন, ‘কাশ্মীর সম্পর্কে যে ছবির কথা বলা হয় যে কাশ্মীরের মানুষ পাথর নিক্ষেপ করতে চায়, তাঁরা শান্তি চায় না। এটি একেবারেই ভুল। জম্মু-কাশ্মীরকে যদি সন্ত্রাসের দুর্গ বলে অভিহিত করা হয়, তাহলে দেশের বাকি অংশ গণপিটুনিস্তানে পরিণত হয়েছে। আসলে, ওরা চায় না যে কাশ্মীর থেকে একটিও আওয়াজ উঠুক।’