Thursday, March 28, 2024
দেশ

কোথায় থাকবে ১৯ লক্ষ মানুষ? অসমের গোয়ালপাড়ায় শরণার্থী শিবির বানাচ্ছে বিজেপি সরকার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখের বেশি মানুষ। এ নিয়ে ক্ষোভে ফুঁসছে লাখ লাখ মানুষ। পরিস্থিতি যেন নাগালের বাইরে বেরিয়ে না যায়, সেজন্য শরণার্থী শিবির গড়ে তোলার পরিকল্পনা করেছে বিজেপি সরকার।

গুয়াহাটি থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে সেই শরণার্থী শিবির গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। সেখানেই রাখা হবে এনআরসি থেকে বাদ পড়াদের। অসমের গোয়ালপাড়া জেলার অন্তর্গত মাটিয়ায় শরনার্থী শিবির গড়ে তোলা হচ্ছে। সেখানে এক একটা শরণার্থী শিবিরে তিন হাজার মানুষ থাকতে পারবেন বলে জানা গেছে।

গোয়ালপাড়ায় এখনও পর্যন্ত চারটি শরণার্থী শিবির গড়ে তোলা হয়েছে। আরও ছয়টি গড়ে তোলার কাজ শুরু হবে। শরণার্থী শিবিরগুলো হবে সংশোধনাগারের মতো। এই মাটিয়া শরণার্থী শিবিরে স্কুল, হাসপাতাল এবং মানুষের বসবাসের কোয়ার্টারও রয়েছে।

Leave a Reply

error: Content is protected !!