দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি বিপদে ফেলে দিয়েছে খোদ বিজেপিকে। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলি প্রতিবাদে সোচ্চার হয়েছেন।
সংগঠনগুলির দাবি, চূড়ান্ত তালিকায় হিন্দুদের নাম বেশি বাদ দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে অসমের করিমগঞ্জ জেলায় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজ সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয়েছে।