Monday, September 9, 2024
দেশফিচার নিউজ

‘সামনেই অযোধ্যা রায়, ধনতেরাসে সোনা নয়, তলোয়ার কিনুন’ – হিন্দুদের উস্কানি বিজেপি নেতার

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যা মামলার রায় নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা গজরাজ রানার। আসন্ন ধনতেরাস উপলক্ষ্যে দলের সমর্থকদের সোনার পরিবর্তে তলোয়ার কেনার নিদান দিলেন ওই বিজেপি নেতা। তাঁর মতে, ‛অযোধ্যা বিতর্কে খুব শিগগির রায় দেবে সুপ্রিমকোর্ট। আশা করছি মন্দিরের পক্ষেই রায় দেবে সর্বোচ্চ আদালত।’ তাই ভবিষ্যতে ওই তরোয়াল কাজে দেবে বলে দাবি ওই বিজেপি নেতার। যদিও গজরাজ রানার মন্তব্যকে সমর্থন করেনি বিজেপি।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!