Thursday, April 18, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

‘পুরোনো কর্মীদের চরম উপেক্ষা করে কাছা খুলে যাদের বিজেপিতে স্বাগত করা হয়েছিল তারা তৃণমূলে ফিরছে’

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: তারকাদের প্রার্থী করা নিয়ে দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়দের নাম করে নিশানা করেছিলেন তথাগত। ফেসবুক পোস্টে তথাগত রায় লিখেছিলেন, ‘পায়েল শ্রাবন্তী তনুশ্রী ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে ? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি ?’ শ্রাবন্তী-পায়েলদের রাজনৈতিক বুদ্ধিমত্তা নেই বলেও সরব হন তথাগত। তার পরেই ভোটে দলের বিপর্যয় নিয়ে যেভাবে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন তথাগত রায়, তার প্রেক্ষিতে তাঁকে দিল্লিতে তলব করেছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।

ফের একবার একুশের নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবি নিয়ে আবারও দলের বিরুদ্ধে মুখ খুললেন তথাগত রায়। ভোটের মুখে তৃণমূলের নেতাদের বিজেপিতে যোগদান নিয়ে এবার সুর চড়ালেন তথাগত। সম্প্রতি বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন সোনালি গুহ, সরলা মুর্মুরা। এ নিয়েই এবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন ওই বিজেপি নেতা।

টুইটারে তথাগত রায় লিখেছেন, ‘যা বলেছিলাম ঠিক তাই। কাছা খুলে যাদের বিজেপিতে স্বাগত করা হয়েছিল, যাদের খাতিরে বিজেপির বিশ-ত্রিশ বছরের পুরোনো কর্মীদের চরম উপেক্ষা করা হয়েছিল তারা সবাই এক এক করে তৃণমূলে ফিরে যাচ্ছে’।

 

উল্লেখ্য, একুশের নির্বাচনের আগে একের পর এক তৃণমূল নেতা দলবদল করে বিজেপিতে যোগ দেন। তৃণমূলত্যাগীদের নেতাদের টিকিট দেওয়া নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ তৈরি হয়। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভও চলে রাজ্যে বিজেপির দফতরের সামনে।

 

Leave a Reply

error: Content is protected !!