Saturday, March 2, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ফের বিজেপির বিরুদ্ধে মুখ খুললেন সুব্রহ্মণ্যম স্বামী! নিশানায় এ বার বিজেপির আইটি সেল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তাঁর করা মন্তব্যের জেরে প্রায়শই ফাঁপরে পড়ে বিজেপি। সোমবার ফের নিজ দলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এ বার তাঁর নিশানায় বিজেপির আইটি সেল।

একটি ট্যুইট করে তিনি লিখেছেন, ‘‘বিজেপির আইটি সেলের দুর্বৃত্তায়ন ঘটেছে। সেলের কিছু সদস্য আমার উপর আক্রমণ চালানোর জন্য নকল টুইট ব্যবহার করছেন।’’ তাঁর অভিযোগ, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োগুলির বক্তব্য ছিল সুব্রহ্মণ্যম স্বামী রাম মন্দির ও মোদী সরকারের বিরোধী। এই সব ভিডিও সামনে আসতেই বিজেপির আইটি সেলকে বিঁধলেন সুব্রহ্মণ্যম স্বামী।

 

 

Leave a Reply

error: Content is protected !!