Sunday, March 3, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ভোটমুখী বিহারে সুশান্তের পোস্টার! ‛মরা মানুষকে’ ভোটের ঘুঁটি করল বিজেপি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আত্মহত্যা করেছেন তিনি। তাঁর মৃত্যু নিয়ে তদন্ত করছে সিবিআই, ইডি, এনসিবি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুশান্ত খুন হয়েছেন কি না, তা নিয়ে এখনও কিছু জানায়নি সিবিআই। এসবের মাঝেই অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে ঘুঁটি করে বিহারে ভোটের মাঠে নেমে পড়ল বিজেপি।

সূত্রের খবর, ভোটমুখী বিহারের বিভিন্ন এলাকায় এখন সুশান্তের পোস্টার। প্রয়াত অভিনেতাকে নিয়ে নরেন্দ্র মোদীর দলের স্লোগান, ‘না ভুলে হ্যায়, না ভুলনে দেঙ্গে’। দলের সাংস্কৃতিক বিভাগ ‘কলা সংস্কৃতি মঞ্চ’-এর সংযোজক বরুণকুমার সিংহ সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখনও পর্যন্ত সুশান্তকে নিয়ে ৩০ হাজার স্টিকার ও ৩০ হাজার মুখোশ তৈরি করিয়েছেন তাঁরা।

কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেছেন, ‘‘বন্যা মোকাবিলা কিংবা প্রশাসনিক ব্যর্থতা নিয়ে জবাব নেই নীতীশ-বিজেপির। মানুষের নজর ঘোরাতে তাদের হাতে একমাত্র রিয়া-সুশান্তের মামলাই রয়েছে।’’ আরজেডির মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারির মন্তব্য, ‘‘এটা দুর্ভাগ্যজনক যে বিজেপি কারও মৃতদেহ নিয়ে রাজনীতি করছে।’’

 

 

Leave a Reply

error: Content is protected !!