Saturday, July 27, 2024
Latest Newsদেশফিচার নিউজ

নির্বাচনী বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করেছে বিজেপি! দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ্যে আসতেই তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। সুপ্রিমকোর্টের নির্দেশের পর নির্বাচনী বন্ডের তথ্য নির্বাচন কমিশনকে দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। তারপর কমিশন সুপ্রিমকোর্টের বেঁধে দেওয়া সময়ের আগেই সেই তথ্য ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। তথ্য অনুযায়ী, নির্বাচনী বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করেছে বিজেপি! দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস।

তথ্য অনুযায়ী, বন্ড থেকে রাজনৈতিক দলগুলি মোট যা আয় করেছে তার প্রায় ৪৭ শতাংশ গিয়েছে বিজেপির দখলে। অঙ্কটা প্রায় ৬ হাজার ৬০ কোটি টাকা। এরপরই রয়েছে তৃণমূল, তাঁরা পেয়েছে প্রায় ১ হাজার ৬০৯ (১৩ শতাংশ) কোটি টাকা। কংগ্রেস নির্বাচনী বন্ড থেকে পেয়েছে ১ হাজার ৪২১ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছে বিআরএস, তাঁরা পেয়েছে ১ হাজার ২১৪ কোটি টাকা। পঞ্চম এবং ষষ্ট স্থানে আছে যথাক্রমে বিজেডি এবং ডিএমকে। তাদের প্রাপ্ত টাকার পরিমাণ ৭৭৫ কোটি এবং ৬৩৯ কোটি টাকা।

Leave a Reply

error: Content is protected !!