Monday, December 23, 2024
দেশ

কেরালায় লজ্জাজনকভাবে হারল বিজেপি, আধিপত্য বজায় রাখল বাম-কংগ্রেস

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেরালায় পাঁচটি আসনের উপ-নির্বাচনের ফলাফল ঘোষণার অন্তিম লগ্নে তিনটিতে এগিয়ে রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ), আর অন্য দুটিতে সিপিএম-এর নেতৃত্বাধীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ)। সেখানে শূন্যহাতে বিজেপি। রাজনৈতিক মহলের মত, কেরালার এই আসনগুলিতে উপ-নির্বাচনের চিত্র আগামী ২০২১ সালের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে।

দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলে বিজেপি সরকার গড়ার মতো পরিস্থিতিতে থাকলেও কেরালায় জোর ধাক্কা খেল গেরুয়া ব্রিগেড। ভাত্তিওরকাভু, কোন্নি এবং মঞ্জেশ্বরের আসনগুলিতে গেরুয়া শিবির ভালো ফলের আশা করলেও ইউডিএফ এবং এলডিএফের ভোট ব্যাঙ্কের লড়াইয়ে দক্ষিণের এই রাজ্যে কেন্দ্রের শাসক দলের প্রাপ্তির ভাঁড়ার শূন্য। কেরালায় বিজেপির শক্তিবৃদ্ধির আশা থাকলেও প্রতিদ্বন্দীদের সাংগঠনিক দক্ষতায় তা যে বাধাপ্রাপ্ত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে উপ-নির্বাচনের এই ফলাফল।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!