দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আজ দুপুর ২টা নাগাদ ওয়াকফ মামলার শুনানি। সুপ্রিমকোর্টে মামলাটি শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ। ওয়াকফ সংশোধিত আইনকে চ্যালেঞ্জ করে গোটা দেশ থেকে সুপ্রিমকোর্টে একাধিক মামলা দায়ের হয়। পশ্চিমবঙ্গ থেকে মামলা করেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র, বিধায়ক হুমায়ুন কবীর, নওশাদ সিদ্দিকি। এছাড়া মামলা করেন মিমের সাংসদ আসাদউদ্দিন ওয়েসী সহ একাধিক সংগঠন ও মুসলিম নেতারা।
গত ১৭ এপ্রিল এই মামলার শুনানিতে হলফনামা দেওয়ার জন্য সাত দিন সময় চান কেন্দ্রের সলিসিটর জেনারেল (এসজি) তুষার মেহতা। তিনি আশ্বাস দেন, ওই আইন নিয়ে এই সময়ের মধ্যে ওয়াকফ কাউন্সিল এবং বোর্ডে কোনও নিয়োগ করা হবে না। ইতিমধ্যে কোনও রাজ্য বা কেন্দ্রীয় সরকার নিয়োগ করে থাকলে তা বাতিল করা হবে। এমনকি শুনানি চলাকালীন ওয়াকফ সম্পত্তির চরিত্র পরিবর্তন করা হবে না।



















