দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হল জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজি। সেইসঙ্গে শতাধিক অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল মোদী সরকার।
গালওয়ান সংঘর্ষের পর দু’দফায় অ্যাপে নিষেধাজ্ঞা চাপিয়েছিল কেন্দ্র। তখন থেকেই নিষিদ্ধ অ্যাপের তালিকায় পাবজির নাম থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এইবার সেই গেমিং অ্যাপের উপরও নিষেধাজ্ঞা চাপাল কেন্দ্র।
এদিন আরও ১১৭ টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বুধবার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘ঝুঁকির মাত্রা’ বিবেচনা করে ১১৮ টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে। যা ‘ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার, ভারতের প্রতিরক্ষা, দেশের সুরক্ষা ও আইনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক’।