দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ডাঃ কাফিল খানকে জাতীয় সুরক্ষা আইনে বন্দি করা হয়েছিল। অভিযোগ, নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে তিনি হিংসায় উস্কানি দিয়েছিলেন। মথুরা জেলে তাঁকে বন্দি করে রাখা হয়েছিল।
মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্ট রায় দেয়, চিকিৎসককে আটকে রাখা বেআইনি। তাঁকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়। বিচারপতিদের মতে, ডাক্তার তাঁর ভাষণে এমন কিছু বলেননি যাতে ঘৃণার বাতাবরণ সৃষ্টি হতে পারে বা হিংসায় ইন্ধন যোগাতে পারে।
মঙ্গলবার মধ্যরাতে জেল থেকে ছাড়া পেয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যোগী আদিত্যনাথের সমালোচনা করে কাফিল খান বলেন, “রামায়ণে মহর্ষি বাল্মীকি বলেছিলেন, রাজাকে রাজধর্ম মেনে চলতে হবে। উত্তরপ্রদেশে রাজা রাজধর্ম মেনে চলছেন না। তিনি বালকের মতো অবুঝ।”