Wednesday, April 24, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বিগ ব্রেকিং : পশ্চিমবঙ্গে ৮ দফায় হবে ভোটগ্রহণ, প্রথম দফার ভোট মার্চেই

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভোট হলেও সবথেকে হাইপ্রোফাইল লড়াই হতে চলেছে বাংলায়।

কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে ৮ দফায় হবে ভোটগ্রহণ। প্রথম দফা : ৩০ টি আসনে হবে। ২৭ মার্চ ভোট (পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর -১, পূর্ব মেদিনীপুর- ১।

তামিলনাড়ুতে এক দফায় ভোটগ্রহণ। ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। কেরালায় এক দফায় ভোট হবে। আগামী ৬ এপ্রিল ভোট হবে। একটি উপনির্বাচন হবে। অসমে তিন দফায় ভোট হবে। প্রথম দফা : ২৭ মার্চ। দ্বিতীয় দফা : ১ এপ্রিল। তৃতীয় দফা : ৬ এপ্রিল। ভোটগণনা হবে ২ মে।

পশ্চিমবঙ্গে সাধারণ পর্যবেক্ষক : অজয় নায়েক (১৯৮৪ ব্যাচের ক্যাডার, অবসরপ্রাপ্ত, বিহারে নির্বাচনের দায়িত্বে ছিলেন)। পশ্চিমবঙ্গে শুধুমাত্র দু’জন বিশেষ পুলিশ পর্যবেক্ষক থাকছেন – বিবেক দুবে এবং মৃণালকান্তি দাস।

Leave a Reply

error: Content is protected !!