Saturday, July 27, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ভয়ে ছুঁয়েও দেখেনি পরিবার, করোনায় মৃত হিন্দু ব্যক্তির দেহ সৎকার করলেন মুসলিমরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশে প্রতিনিয়ত উদ্বেগ বাড়িয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ‍্যা। মারণ ভাইরাসের ছোঁবলে নাজেহাল দেশ। ভাইরাসে মৃত দেহের সৎকারে এগিয়ে আসেনি কেউ, সেখানে প্রতিবেশী মুসলিমরা সৎকার করেন, কোভিড আবহে এমন খবর অহরহ খবরের শিরোনামে উঠে এসেছে। ফের তেমনি এক সাম্প্রদায়িক সম্প্রীতির ঘটনা সামনে এলো। করোনা ভয়ে মৃত হিন্দু ব্যক্তির দেহ সৎকারে আসেননি তাঁর পরিবারেরই লোকজন। শেষে ওই ব্যক্তির সৎকার করলেন কয়েকজন মুসলিম। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে।

খবরে প্রকাশ, বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বছর ৬৫ ওই ব‍্যক্তি। শেষে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। গত ২৪ আগস্ট তিনি মৃত্যু বরণ করেন। কিন্তু তাঁর পরিবার মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে দেহ সৎকার না করেই চম্পট দেয় বলে অভিযোগ। এমনকি পরিবারের লোকেদের পুলিশও বোঝানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। তখনই এগিয়ে আসেন প্রতিবেশী আবদুল রাভ, মুনির, ইশাক, নাসির আলি, শোয়েব, ইমরানরা।

পুলিশ জানিয়েছে, ‘সাত জন মুসলিম ব্যক্তি ওই হিন্দু মৃতদেহ সৎকার করতে উদ্যোগী হন। এবিষয়ে আবদুল রাভ বলেন, সব ধর্মের সমন্বয়ের জন্যই তো ভারত খ্যাত। একে অন্যের সাহায্যে তো এগিয়ে আসতেই হবে। আমরা যখন শুনলাম বৃদ্ধের দেহ পড়ে আছে, পরিবারের কেউ সৎকার করতে আসছে না, তখনই আমরা সিদ্ধান্ত নিই যে ওঁর শেষ কাজটা আমরাই করব।

 

 

Leave a Reply

error: Content is protected !!