দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চন্দ্রযান নিয়ে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে বিধানসভায় বিজেপিকে তুলধনা করেন মমতা। তিনি বলেন, যেন এই প্রথম গেল চন্দ্রযান। ওরা সরকারে আসার আগে যেন এই রকম মিশন হয়নি। মমতার অভিযোগ, দেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরাতেই এই সব করা হচ্ছে। ৫০ বছর ধরে এই গবেষণা চলছে।