Saturday, July 27, 2024
দেশফিচার নিউজ

কাশ্মীরে ভোট! দলের নেতারা এখনও গৃহবন্দি, ভোট বয়কটের ঘোষণা করল কংগ্রেস

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীরে আসন্ন ব্লক উন্নয়ন কাউন্সিল (বিডিসি) নির্বাচন বয়কটের ঘোষণা করলেন কংগ্রেসের রাজ্য সভাপতি গুলাম আহমদ মীর। আগামী ২৪ অক্টোবর জম্মু-কাশ্মীরে ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বুধবারই দলীয় সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে ভোট বয়কটের ঘোষণা দেন গুলাম আহমদ মীর। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার কেবলমাত্র একটি দলের স্বার্থে এই নির্বাচন করাচ্ছে।

গুলাম আহমদ মীর বলেন, কাশ্মীরে এখনও তার দলের সিনিয়র নেতাদের গৃহবন্দি রাখা হয়েছে। শুধু তাই নয়, তাঁকে বা তাদের দলীয় নেতাদের জম্মু থেকে কাশ্মীরে যাওয়ার অনুমতিও দেয়া হচ্ছে না। তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না। এসব বিধিনিষেধে এটাই ইঙ্গিত দেয় যে, কেন্দ্রীয় সরকার কেবলমাত্র একটি দলের স্বার্থে তাড়াহুড়ো করে এই নির্বাচন পরিচালনা করছে। যদি এমন না হয় তাহলে নির্বাচনের ঘোষণার পরেও বিরোধী দলের নেতাদের নিষেধাজ্ঞার মাঝে রাখা হতো না।’ উল্লেখ্য, কাশ্মীরে পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স ইতোমধ্যে নির্বাচন বর্জনের সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!