দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক :
লকডাউনের মধ্যেই বাড়ি ফেরার দাবিতে পথে নামলেন মুম্বইয়ের পরিযায়ী শ্রমিকরা। দাবি উঠল, হয় বাড়ি ফেরার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার। নইলে তাঁদের পেট ভরানোর ব্যবস্থা করা হোক। এদিন বান্দ্রা স্টেশনের কাছে ভিড় জমান তাঁরা। সেখান থেকে তাঁদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন