দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার নবান্নে বসে চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে চার জেলার ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আশা করি সেপ্টেম্বরের ২০ – ২৫ তারিখের মধ্যে করোনার ব্যাপারটা সেটেলড হয়ে যাবে। বিশেষজ্ঞরা তেমনই বলছেন। তার পর জেলায় গিয়ে বৈঠক করব।’
গত মাসে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বাড়বে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতার ভবিষ্যৎবাণী সত্যি করে পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ ৩,০০০ পার করেছে। গত ২ দিন ধরে রাজ্যে একটু গতি কমেছে করোনার। এবার দেখার মুখ্যমন্ত্রীর এবারের ভবিষ্যৎবাণী খাটে কি না।