দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কঠিন সমস্যার মুখে মধ্যপ্রদেশের সরকারি গো-শালায় বসবাসকারী গরুরা। সেখানে রোজের খাবারের জন্য মাথাপিছু বেঁধে দেওয়া হয়েছে মাত্র ১ টাকা ৬০ পয়সা।
২০২০-২১ সালের রাজ্য আর্থিক বাজেটে একলপ্তে ১৩২ কোটি টাকা থেকে কমিয়ে মাত্র ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গোরুর নিত্য খোরাকি। যার ফলে প্রতিদিন গরুপ্রতি বরাদ্দ দাঁড়িয়েছে সাকূল্যে ১ টাকা ৬০ পয়সা যা আগে ছিল ২০ টাকা।
সরকারি গো-শালায় ঠাঁই পাওয়া গরুদের খাদ্য জোগাতে তাই হিমশিম খাচ্ছেন কর্মীরা। গরু পোষার খরচ তুলতে রাজ্যবাসীর থেকে চাঁদা তোলারও চেষ্টা করেছে প্রশাসন। সেই বাবদ উঠেছে সর্বমোট মাত্র ২২০০০ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রাণী সম্পদ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘রাজ্যের গো-শালাগুলিতে ১.৮ লাখ গোরু রয়েছে। প্রতিটি গোরুকে খাওয়ানোর জন্য বছরে ৬০০ টাকা ধার্য করা হয়েছে।’ এহেন কঠিন পরিস্থিতিতে রাজ্য প্রাণীসম্পদ দফতরের উপরে চাপ তৈরি করা হয়েছে আরও ৭০০০ নতুন গো-শালা তৈরি করার।