Monday, September 9, 2024
Latest Newsফিচার নিউজবিনোদন

কৃষকদের ‘সন্ত্রাসবাদী’ বলার অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে মামলা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযথা লাফালাফি ও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে থাকা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এ বার আইনি ঝামেলায় জড়িয়ে পড়লেন তিনি। কৃষি বিলের প্রতিবাদে পথে নামা কৃষকদের ‘সন্ত্রাসবাদী’ বলে অভিহিত করায় অপরাধ মামলা দায়ের হল তাঁর বিরুদ্ধে।

কর্নাটকের টুমকুর জেলায় বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে কঙ্গনার বিরুদ্ধে অপরাধ আইনের ৪৪ (মর্যাদাহানি), ১০৮ (অপরাধমূলক কাজে মদত দেওয়া), ১৫৩ (দাঙ্গায় উস্কানি), ১৫৩এ (ভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতায় ইন্ধন জোগানো) এবং ৫০৪ (সামাজিক শান্তি-শৃঙ্খলা লঙ্ঘিত হয় এমন অবমাননাকর মন্তব্য করা) ধারায় মামলা দায়ের হয়েছে।

 

 

Leave a Reply

error: Content is protected !!