Saturday, April 20, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

৪০তম মুর্শিদাবাদ জেলা বইমেলায় ইসলামী বুক স্টলে উপচে পড়ছে বইপ্রেমীদের ভিড়

নিজস্ব প্রতিনিধি, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় “ভারতীয় সংবিধান গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে অটুট রাখবো” এই আঙ্গিকে আয়োজিত হয়েছে ৪০তম মুর্শিদাবাদ জেলা বইমেলা। প্রতিবছরের ন্যায় এবারও বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে চলছে বইমেলা।

ইসলামী বইয়ের বিপুল সম্ভার নিয়ে এবারও হাজির হয়েছে জামায়াতে ইসলামী হিন্দ মুর্শিদাবাদ জেলা শাখা। মুহঃ হাসানুল্লা জানিয়েছেন, ‘ইসলামকে জানার জন্য আমাদের ৫৭ নম্বর স্টলে থাকছে কুরআন, হাদীস, তাফসীর, ইসলামী ইতিহাস, ইসলামী অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ব্যক্তিজীবন, পারিবারিক জীবন সব বিষয়ের উপর অসংখ্য ছোট বড় বই।’

বিকেল হতেই প্রতিদিন বই প্রেমীদের উপস্থিতিতে জমে উঠছে ব্যারাক স্কোয়ার। প্রতিদিনই থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। বইপ্রেমীদের এই মিলন মেলা শুরু হয়েছে ১১জানুয়ারি, চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। কোভিড মারণ রোগ থেকে সুরক্ষিত থাকতে সকলকে মাস্ক পরার ব্যাপারে সচেতন করছে বইমেলা কমিটি।

 

 

Leave a Reply

error: Content is protected !!