দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল জার্মানি। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, কাশ্মীরের পরিস্থিতি স্থিতিশীল নয়। সেখানে অবস্থার উন্নতি হওয়া উচিত। অ্যাঞ্জেলা মার্কেল শুক্রবার ভারত সফরে এসেছেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন অ্যাঞ্জেলা মার্কেল।
দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাঞ্জেলা মার্কেল জানিয়েছেন, মোদীর সঙ্গে আলোচনায় কাশ্মীর প্রসঙ্গ তুলবেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে শুনতে চান, কাশ্মীরে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য তাঁর সরকার কী পদক্ষেপ নেবে। উল্লেখ্য, কাশ্মীর নিয়ে কিছুদিন আগেই উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা। এবার তার সঙ্গে সুর মেলাল জার্মানিও।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন