Friday, October 18, 2024
Latest Newsদেশফিচার নিউজ

আদালতের তথ্য বিকৃতি! অর্ণবকে তীব্র ভৎর্সনা দিল্লি হাইকোর্টের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সুনন্দা পুষ্কর মৃত্যুরহস্য মামলায় দিল্লি হাইকোর্টের কাছে ভাৎসিত হলেন সর্বভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্নব গোস্বামী। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট অর্নবকে কড়া ভাষায় ধমক দিয়ে বলেছে, পুলিশ যখন কোনও মামলার তদন্ত চালাচ্ছে , তখন কোনও সংবাদমাধ্যম সেই মামলার কোনও সমান্তরাল তদন্ত চালাতে পারে না।

হাইকোর্টের নির্দেশ, ২০১৭ সালে আদালত নির্দিষ্ট নিয়মাবলী অনুযায়ী সুনন্দা পুষ্কর মৃত্যুরহস্যের সংবাদ পরিবেশনায় অর্নবকে সংযত রাখতে হবে এবং স্বাভাবিকভাবে সেই খবর পরিবেশন করতে হবে। দিল্লি হাইকোর্টের বিচারপতি মুক্তা গুপ্তা প্রশ্ন করেন, ‘ কোনও তদন্তকারী সংস্থার দায়ের করা চার্জশিটের বিরুদ্ধে কি কোনও সংবাদমাধ্যম আবেদনের শুনানি করতে পারে’। তবে সংবাদমাধ্যমে স্বাধীনতার কথা মনে করিয়ে দিয়ে হাইকোর্ট বলেছে, তদন্তের নিয়ম মানা উচিত।

কোনও ফৌজদারি মামলার তদন্তের তথ্য প্রমাণের ন্যায়বিচার করা আদালতের কাজ বলে এদিন অর্নবকে স্পষ্ট করে দিয়ে বিচারপতি গুপ্তার প্রশ্ন, ‘ আপনি কি সেসময় ঘটনাস্থলে ছিলেন, আপনি কি একজন প্রত্যক্ষদর্শী? দিল্লি হাইকোর্টে সুনন্দার স্বামী শশী থারুরের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতেই এই শুনানি ছিল। শশীর অভিযোগ, অর্নব ক্রমাগত আদালতের তথ্যের কাটাছেঁড়া করছেন। এমনকী অর্ণব হুমকি দিয়েছেন এই বলে যে, তিনি শশীকে খুনি বলে প্রমাণ করেই ছাড়বেন। আগামী শুনানি পর্যন্ত দুই পক্ষকেই আদালতের নিয়ম মেনে চালার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। অর্নবের বিরুদ্ধে নোটিশও জারি করেছে হাইকোর্ট।

 

Leave a Reply

error: Content is protected !!