নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়লেন দিনহাটার মানবিক ডাক্তার অজয় মন্ডল। মুসলিম রোজাদারদের বিনামূল্যে চিকিৎসা দিতে এগিয়ে এসেছেন তিনি। দিন দুয়েক আগে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে রোজা রেখে যারা অসুস্থতা বোধ করবেন, সেসব রোগীকে বিনামূল্যে পরামর্শ দেবেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে ডাক্তারবাবু জানান, “পবিত্র রমজান মাসে রোজা চলাকালীন ধর্মপ্রান রোজাদার মানুষজনের কারুর কোনো শারিরীক সমস্যা হলে লিখুন আমার এই হোয়াটস্অ্যাপ নাম্বারে-(৮১৪৫৪০৯৭৭২)
সমাধান দেওয়ার চেষ্টা করবো আপ্রান।” অজয় বাবুর এহেন পদক্ষেপের প্রশংসা শুরু হয়েছে বিভিন্ন মহলে।