Sunday, April 14, 2024
দেশফিচার নিউজ

ফের আদালতে ইডি! বাজেয়াপ্ত হতে পারে ডাঃ জাকির নায়েকের সকল সম্পত্তি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ডাঃ জাকির নায়েককে ‘পলাতক’ ঘোষণা করতে আদালতের দ্বারস্থ হয়েছে জাতীয় ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট সংস্থা (ইডি)। মুম্বাইয়ের আদালতে ‘ইকোনমিক অফেণ্ডারস অ্যাক্টে’ একটি আবেদন জানিয়েছে ইডি। আগামী ৩০ সেপ্টেম্বর এর শুনানি। মনে করা হচ্ছে, জাকির নায়েককে ‘পলাতক’ হিসেবে ঘোষণা করতে পারে আদালত। এতে করে জাকির নায়েকের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

২০১৮ সালের ফিউজিটিভ ইকোনমিক অফেণ্ডারস অ্যাক্ট অনুযায়ী, পলাতক ইকোনমিক অফেন্ডারসদের সম্পত্তি সরকারের তরফে বাজেয়াপ্ত করা হতে পারে। ইডি সূত্রের খবর, জাকির নায়েক যদি যথাসময়ে আদালতে হাজির না হন এবং ‘পলাতক অর্থনৈতিক অপরাধি’ হিসেবে ঘোষিত হন, তাহলে ভারত ও বিদেশে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। উল্লেখ্য, বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন ডাঃ জাকির নায়েক।

Leave a Reply

error: Content is protected !!