Saturday, July 27, 2024
দেশফিচার নিউজ

হাতে মাত্র ৬ দিন! ঘরে বসেই করে ফেলুন আধার-প্যান লিঙ্ক, জানুন সহজ ৩ পদ্ধতি

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। গত জুলাই মাসের কেন্দ্রীয় বাজেট অধিবেশনে ঘোষণা করা হয়, আধার নম্বর সংযুক্তিকরণ না করলে বাতিল হয়ে যাবে প্যান। নির্দিষ্ট সময়ের মধ্যে দুইয়ের সংযুক্তিকরণ না করালে গ্রাহককে জরিমানা দিতে হবে, জানানো হয়েছিল সে কথাও। অর্থাৎ আগামী সোমবারের মধ্যে আধার লিঙ্ক না করা হলে রাতারাতি প্যান কার্ড বাতিল হয়ে যাবে।

নিম্নলিখিত উপায়ে সহজে আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণ করে নিন –

প্রথমেই চলে যান incometaxindiaefiling.gov.in ওয়েবসাইটে। সেখানে গিয়ে ‘Link Aadhaar’ অপশনে ক্লিক করুন।

এবার আপনার থেকে প্যান ও আধার নম্বর চাওয়া হবে। দিয়ে দিন।

এছাড়া Aadhaar linking income tax website-এও যেতে পারেন। সেখানে গিয়ে ‘Profile Settings’ সেকশনে ‘Link Aadhaar’ অপশন পাবেন। ক্লিক করুন। এবার দু’টি কার্ডের নম্বর পর পর লিখে দিতে হবে। কাজ সম্পূর্ণ হয়ে গেলে পরের পেজে গেলেই একটি মেসেজ দেখাবে। জানিয়ে দেবে লিঙ্ক হয়ে গিয়েছে।

লিঙ্ক ঠিক মতো হয়েছে কিনা সেটা এসএমএস-এর মাধ্যমেও জানা যাবে। এর জন্য UIDPAN<12-digit Aadhaar><10-digit PAN> লিখে 567678 বা 56161 নম্বরে মেসেজ করতে হবে। লিঙ্ক হয়ে থাকলে “Aadhaar…is already associated with PAN…in ITD Database. Thank you for using our services,” বলে একটি মেসেজ আসবে।

আরও একটা পথ রয়েছে। প্যান ও আধার লিঙ্ক করার জন্য প্রথমে ইনকাম ট্যাক্সের ই-ফাইলিং ওয়েবসাইটে যেতে হবে৷ এই ওয়েবসাইটের বা দিকে ‘লিঙ্ক আধার’ এ ক্লিক করতে হবে ৷ নতুন পেজ খুলতেই আধার ও প্যান নম্বর দিতে হবে ৷ এর পরে ক্যাপচা কোড দিয়ে ফের একবার লিঙ্ক আধারে ক্লিক করতে হবে ৷ লিঙ্ক আধারে ক্লিক করার পরে নতুন একটি পেজ খুলে যাবে ৷ প্যান ও আধার লিঙ্ক করার জন্য UIDAI-র কাছে আবেদন পাঠানো হয়েছে জানিয়ে দেওয়া হবে ৷

মনে রাখবেন একটি বিষয়। লিঙ্ক করার আগে অবশ্যই দেখে নেবেন যে আধার ও প্যান দুটি জায়গায় আপনার সমস্ত তথ্য এক রয়েছে কিনা।

আধার লিঙ্ক না করলে প্যান কার্ড বাতিল হয়ে যাবে, সেক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে?

  • প্যান নিষ্ক্রিয় হওয়ার যাওয়ার ফলে যে সমস্ত লেনদেনে আধার বাধ্যতামূলক সেই কাজগুলি করা যাবে না।
  • প্যান-আধার লিঙ্ক না করা কোনো ব্যক্তির পক্ষে ব্যাঙ্কে এক দিনে ৫০ হাজার টাকা জমা করা করতে বিপাকে পড়তে হবে।
  • ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের আবেদনে সমস্যায় পড়তে হবে।
  • প্যান ব্যবহার করে আয়কর দাখিল করা যাবে না। (যদিও বর্তমানে আধার কার্ডের মাধ্যমেও আয়কর দাখিল করা সম্ভব)।

Leave a Reply

error: Content is protected !!