Thursday, April 25, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষি আইন নিয়ে কেজরিবালের জাল ভিডিও পোস্ট বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রর, অস্বস্তিতে গেরুয়া শিবির

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষি আইন নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের জাল ভিডিও পোস্ট করলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। বিজেপি যে দিনরাত শুধু মিথ্যে রিপোর্ট ছড়াচ্ছে তা ফের প্রমাণ করল সম্বিত পাত্র। কৃষক আন্দোলনের সমর্থক যিনি, সেই অরবিন্দ কেজরিবাল নয়া কৃষি আইনের প্রশংসায় পঞ্চমুখ!‌ রীতিমত ভিডিও পোস্ট করে দাবি করেছিলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। কিছুক্ষণ পরেই জানা গেল সেই ভিডিওটি জাল। টুইটার সেটিকে ‘‌ম্যানিপুলেট মিডিয়া’‌ বলে চিহ্নিত করেছে।

সম্বিতের পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কেজরিবাল নতুন কৃষি আইনের প্রশংসা করছেন। বলছেন, ‘‌এই আইনের ফলে কৃষকদের জমি, ফসলের সহায়ক মূল্য, মান্ডি কিছুই ছিনিয়ে নেওয়া হবে না। কৃষকরা ফসল মান্ডি ছাড়াও যে কোনো জায়গায় তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন। ৭০ বছরের মধ্যে এটিই একমাত্র বৈপ্লবিক পদক্ষেপ’‌। আর সেই টুইট প্রকাশ্যে আসতেই রিটুইটের ঝড় নামে টুইটারে।

বিকাশ প্রতিম সিং নামে এক বিজেপি নেতা লেখেন, ‘‌মিথ্যা, চালাকি, প্রতারণার যদি কোনো মুখ থাকে তাহলে এটিই সেই মুখ’‌। সেটি রিটুইট করেছেন ডিডি নিউজের সাংবাদিক অশোক শ্রীবাস্তব।

পাল্টা অভিযোগ আসতে ফ্যাক্ট চেক করে টুইটার‌। তারপর সেই ভিডিওটিকে ম্যানিপুলেটেড মিডিয়া নামে আখ্যা দেয় সংস্থা। অর্থাৎ সেই ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো। দেখা যায়, সেই ভিডিওটি এডিট করা হয়েছে পাঞ্জাব হরিয়ানা হিমাচল চ্যানেলের একটি সাক্ষাৎকার থেকে। সেই সাক্ষাৎকারে সর্বদাই অরবিন্দ কেজরিওয়াল সওয়াল করেন কৃষি আইনের বিরুদ্ধেই। আর সেই ভিডিও যে সম্পূর্ণ ভুয়ো তা প্রকাশ্যে আসতে অস্বস্তিতে বিজেপি মুখপাত্র।

 

Leave a Reply

error: Content is protected !!