Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষি বিল ইস্যুতে এনডিএ ছাড়ল বিজেপির সবচেয়ে পুরনো সঙ্গী অকালি দল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিতর্কিত কৃষি বিল নিয়ে দেশ জুড়েই আন্দোলন চলছে। প্রধানমন্ত্রীর দাবি কৃষকদের বিরোধীরা‌ ভুল বোঝাচ্ছে। এরই মাঝে এনডিএ জোট ছাড়ল অকালি দল। কৃষি বিল নিয়ে দলের প্রধান সুখবীর সিংহবাদল মোদী সরকারকে তোপ দেগে বলেন, এই বিল ক্ষতিকারক ও ধ্বংসাত্মক। কৃষি বলি নিয়ে প্রথম দিকে বিজেপির পাশে থাকলেও, পাঞ্জাবে কৃষকদের ক্ষোভ বাড়তে থাকায় শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে আসে বিজেপির সবচেয়ে পুরনো শরিক শিরোমণি অকালি দল।

শিবসেনা, তেলগু দেশম পার্টির পর তৃতীয় কোনও বড় পার্টি বিজেপির জোট ছেড়ে বেরিয়ে এলো। বিজেপির শুরু থেকে আজ পর্যন্ত সঙ্গে থাকা একমাত্র দল শিরোমণি অকালি। দলের প্রধান সুখবীর সিংহের অভিযোগ, এই বিল এবং নূন্যতম সহায়ক মূল্য নিয়ে কেন্দ্র নিজেদের অবস্থান থেকে সরেনি। তাদের একগুয়ে মনোভাবের জন্য অকালি দল এই সিদ্ধান্ত নিয়েছে।

দলের কোর কমিটির আপৎকালীন বৈঠকে সর্বসম্মতিক্রমে এনডিএ ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুখবীর। তিনি আরও বলেন, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে, পাঞ্জাব এবং পাঞ্জাবি ও শিখদের স্বার্থে, বিশেষ করে কৃষকদের স্বার্থে তাদের দল যেমন করে কাজ করে এসেছে তেমনটাই করে যাবে। কেন্দ্রীয় মন্ত্রী তথা সুখবীর সিংহের স্ত্রী হরসিমরৎ কউর বাদল বিলের প্রতিবাদ জানিয়ে গত সপ্তাহেই ইস্তফা দিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, পাঞ্জাবে কৃষক ভোট ব্যাংক একটা বড় বিষয়। তাদের পাশে না থাকলে ভোট ব্যাংকে ব্যাপক প্রভাব পড়বে। তাই এই সিদ্ধান্ত।

 

Leave a Reply

error: Content is protected !!