দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করল বিজেপি। প্রকাশ্য সভায় উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে সোমবার বীরভূমের মল্লারপুর থানায় এই অভিযোগ দায়ের করেছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়।
গত ১৫ জুলাই এক সভায় অনুব্রত প্রকাশ্যে বিজেপি কর্মীদের পা ভেঙে দেওয়ার নিদান দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে ওই অভিযোগে। সেদিন অনুব্রত বলেন, “তোদের ওখানে না কি বিজেপি ঝামেলি করছে? হাত নেই না কি তোদের? মেরে পা ভেঙে দিবি। মুখে আমি যাই বলি, কাজ বন্ধ রাখবি না।”
Tags:anubrata mondal