Tuesday, October 8, 2024
দেশফিচার নিউজ

রামের নামে পিটিয়ে খুন, মোদীকে চিঠি লেখায় এফআইআর অপর্ণা-সৌমিত্রদের বিরুদ্ধে

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‘জয় শ্রীরাম’ বলে পিটিয়ে খুনের ঘটনায় মোদীকে খোলা চিঠি লিখে বিপাকে পড়েছেন দেশের ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি। ২৪ জুলাই প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে নিজেদের ‛শান্তিপ্রিয় ও গর্বিত ভারতবাসী’ হিসেবে পরিচয় দিয়ে রামচন্দ্র গুহ, আদুর গোপালকৃষ্ণন, শ্যাম বেনেগল, আশিস চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, অমিত চৌধুরী, গৌতম ঘোষ, অনুরাগ কাশ্যপ, ড. পার্থ চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, মনি রত্নম, শুভা মুদগল-সহ দেশের খ্যাতনামা ব্যক্তিরা লিখেছিলেন, ধর্মের নামে এমন অনৈতিক আচরণ মধ্যযুগীয় বর্বরতাকে মনে করিয়ে দেয়।

এবিষয়ে দু’মাস আগে বিহারের মুজফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে একটি পিটিশন দাখিল করেছিলেন সুধীর কুমার ওঝা নামের এক আইনজীবী। সেই পিটিশনকে ঘিরে একটি অর্ডার পাস করেন ম্যাজিস্ট্রেট। সেই অর্ডারের ভিত্তিতেই সদর পুলিশ স্টেশনে ৪৯ জনের বিরুদ্ধে এফআইআর করেছেন সুধীরবাবু। নিজের অভিযোগে তিনি বলেছেন, ‛এই চিঠি লিখে তাঁরা দেশের মান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিশ্রমকে ছোট করতে চেয়েছেন। তাঁরা দেশদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করেছেন। এটা মেনে নেওয়া যায় না। তাই আমি এফআইআর করেছি।’

Leave a Reply

error: Content is protected !!